বিলিয়নায়ারের সংখ্যা ১০ শতাংশ বেড়েছে

dollar

বিশ্বে গত বছর বিলিয়নায়ানের সংখ্যা ২০১৫ সালের চেয়ে ১০ শতাংশ বেড়ে ১৫০০ ছাড়িয়েছে। এশিয়ায় বিলিয়নায়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই এমনটি ঘটেছে।
সুইস ব্যাংকিং জায়ান্ট ইউবিএস এবং অডিটর্স পিডাব্লিউসি বৃহস্পতিবার এ কথা জানায়।
ইউবিএস এবং পিডাব্লিউসি’র বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, গত বছর প্রথমবারের মতো এশিয়ায় বিলিয়নায়ারের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এশিয়ায় বিলিয়নায়ারের সংখ্যা ৬৩৭ এবং যুক্তরাষ্ট্রে ৫৬৩। চীনের উদ্যোক্তাদের সুবাদে এশিয়ায় এই বিলিয়নায়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিলিয়নায়ার সমীক্ষা প্রতিবেদনে ইউরোপ তৃতীয় অবস্থানে রয়েছে। ইউরোপের বিলিয়নায়ারের সংখ্যা ৩৪২।
বিশ্বের অতি দরিদ্র এই গ্রুপ বিশ্বের ৬ ট্রিলিয়ন ডলার (৫ দশমিক ১ ট্রিলিয়ন ইউরো) সম্পদ নিয়ন্ত্রণ করছে। পূর্ববর্তী বছরের তুলনায় বিলিয়নায়ারদের ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই গ্রুপের ১৫৪২ বিলিয়নায়ার তাদের মালিকানাধীন অথবা আংশিক নিয়ন্ত্রিত কোম্পানিগুলোতে ২৭ দশমিক ৭ মিলিয়ন লোক কাজ করছে। সূত্রঃ বাসস

No comments:

Post a Comment